ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে নির্বাচন পেছানোর আহ্বান বিরোধী নেতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ৩, ২০১৪
থাইল্যান্ডে নির্বাচন পেছানোর আহ্বান বিরোধী নেতার

ঢাকা: আগামী জুলাইয়ে থাইল্যান্ডে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন ছয় মাস পেছাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির (ডিপি) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজাজিভা।

শনিবার দেশটির সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, নির্বাচন পেছানোর দাবির পাশাপাশি সরকারের কাছে ১০ দফা দাবি উত্থাপন করেছেন ভেজাজিভা।



এর মধ্যে রয়েছে-নির্বাচন সম্পন্ন ইস্যুতে গণভোট আয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকারের অব্যাহতির দাবিও।

অবশ্য বিরোধী দলের এসব দাবির বিষয়ে ইংলাক বা তার সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত বছরের নভেম্বর থেকে দেশটিতে সরকারবিরোধী আন্দোলনের ফলে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়।

বিরোধীদের সরকারবিরোধী আন্দোলনের মুখে ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন দেওয়া হলেও সেখানে ক্ষমতাসীন পেউ থাই পার্টির জয়লাভের সম্ভাবনা জোরালো হওয়ায় নির্বাচন বয়কট করে সরকারবিরোধীরা।
 
এরপর ইংলাক সরকার আগামী জুলাইয়ে আবারও সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করলে শনিবার নির্বাচন পেছানোর এই আহ্বান জানালেন ভেজাজিভা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।