ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আরকানসাসে গুলিতে নিহত ৩, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ৪, ২০১৪
যুক্তরাষ্ট্রের আরকানসাসে গুলিতে নিহত ৩, আহত ৬

ঢাকা: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় আরকানসাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে ১৩ বছর বয়সী এক কিশোরীসহ অন্তত তিন জন নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে আর অন্তত ছয় জন।

রোববার বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, স্থানীয় সময় শনিবার আরকানসাস অঙ্গরাজ্যের ক্রাইগহেড কাউন্টিতে এ হত্যাকাণ্ড ঘটে।



খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে এক তরুণ ও কিশোরীর লাশসহ তিনজনের লাশ উদ্ধার করে। এদের মধ্যে একজন সন্দেহভাজন বন্দুকধারী। তার গুলিব্ধি লাশ নিজের গাড়ির ড্রাইভিং সিট থেকে উদ্ধার করা হয়।

ক্রাইগহেড’র জোনেসবোরো শহরের পুলিশ জানায়, লিটল রক থেকে ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় গুলি ছোঁড়ার খবর দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ছয় জনকে এবং এক তরুণ ও ১৩ বছর বয়সী এক কিশোরীর লাশ উদ্ধার করে। পরে একটি গাড়ি থেকে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। গাড়িটি ওই ব্যক্তিরই বলে ধারণা করা হচ্ছে।

জোনেসবোরো পুলিশের কর্মকর্তা সার্জেন্ট ডাফ ফোরমন সংবাদ সম্মেলনে জানান, আট ও ১০ বছর বয়সী দুই বালককে নিকটস্থ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। এছাড়া, চিকিৎসাধীন রয়েছেন এক নারীসহ আরও চারজন।

ফোরমন জানান, এ ঘটনার শিকার কারোরই বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করলেও গুলিবিদ্ধ গাড়ির লাশটিই এ ঘটনার একমাত্র সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।