গত মাসে নাইজেরিয়ায় শত শত স্কুল ছাত্রীকে অপহরণের দায় স্বীকার করেছে ইসলামপন্থী জঙ্গী গোষ্ঠী বোকো হারাম। এখন পর্যন্ত ২৩০ জন ছাত্রী অপহরণের পর নিখোঁজ আছে।
বার্তা সংস্থা এএফপি প্রচারিত এক ভিডিওতে বোকো হারাম নেতা আবু বকর শেকিউ সরকারের উদ্দেশে বলেন, আমিই তোমাদের মেয়েদের অপহরণ করেছি।
গত ১৫ এপ্রিল নাইজেরিয়ার বন্দুকধারীর একটি দল উত্তর-পূর্বাঞ্চলীয় একটি স্কুল থেকে শত শত ছাত্রীকে অপহরণ করা হয়। দেশটির বোরনো স্টেটের চিবক এলাকার স্কুলটিতে শেষরাতের দিকে অতর্কিতে ঢুকে পড়ে হোস্টেলের মেয়েদের বন্দুকের মুখে লরিতে তুলে নিয়ে যায়। এই ঘটনার পর নাইজেরিয়ার সরকার ব্যাপক সমালোচনায় পড়ে।
প্রথমে হামলাকারীরা যে ইসলামপন্থি জঙ্গি গ্রুপের সদস্য হতে পারে বলে ধারণা করা হয়েছিল আজ তাই প্রমাণ হলো। এই জঙ্গিরা প্রায়শই স্কুলগুলোকে তাদের টার্গেটে পরিণত করছে।
উত্তর নাইজেরিয়ার এই প্রদেশটিতে স্থানীয় হাউসা ভাষায় প্রচলিত বক্তব্যই হচ্ছে- ‘পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ’।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ০৫, ২০১৪