ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘স্পাইডার-ম্যান দেখতে না দেওয়ায়’ শিশুর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, মে ৬, ২০১৪
‘স্পাইডার-ম্যান দেখতে না দেওয়ায়’ শিশুর আত্মহত্যা ছবি: সংগৃহীত

ঢাকা: মা ব্যস্ত ছিলেন কোনো কাজে!  সে সময় বায়না ধরে বসলো ‘স্পাইডার-ম্যান’ সিরিজের নতুন কোনো মুভি দেখবে। কিন্তু মা ভালো করে বকুনি দিলেন।

আর তাতেই অভিমান করে পৃথিবীকে বিদায় জানালো ইন্দোনেশিয়ার পাঁচ বছর বয়সী এক শিশু! ১৯ তলা বাসার জানালা দিয়ে নিচে লাফিয়ে আত্মহত্যা করেছে সে!

দেশটির সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্পাইডার-ম্যানের খুব ভক্ত শিশুটির নাম ভেলেন্তিনো। মা ২৩ বছর বয়সী ইভার সঙ্গে অভিমান করে আত্মহননের পথ বেছে নিয়েছে সে।

জাকার্তার বাসিন্দা ইভা জানান, শিশুটি কক্ষের দরজা লাগিয়ে যখন জানালা দিয়ে আত্মহননে উদ্ধত হচ্ছিল তখন তিনি জানালা খোলার আওয়াজ বুঝে আন্দাজ করেছিলেন। অনেক ধাক্কাধাক্কি করেও দুর্ঘটনার আগে দরজা খুলতে পারেননি।

স্থানীয় পুলিশ জানায়, মায়ের জবানবন্দির পাশাপাশি শিশুটি তার ‘হিরো’ স্পাইডার-ম্যানকে অনুসরণ করতে গিয়ে লাফিয়ে থাকতে পারে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ মাধ্যমে জানানো হয়, গত বুধবার ইন্দোনেশিয়ায় মুক্তি পেয়েছে ‘দ্য অ্যামাজিং স্পাইডার-ম্যান-২’। সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য মায়ের ‍কাছে বায়না ধরে শিশুটি।

কিন্তু ভাই ভেলেন্সিয়াস অসুস্থ থাকায় মা হলে যেতে অপারগতা প্রকাশ করেন। শিশুটি নাছোড়বান্দার মতো আচরণ করতে থাকলে মা আচ্ছা মতো বকুনি দেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সৈয়ুদি জানান, মায়ের প্রত্যাখ্যান শিশুটিকে হতাশ করে দেয়। এতে সে আত্মহননে করে থাকতে পারে। তবে অন্য আশঙ্কাও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।