ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষমতাচ্যুতির ঝুঁকিতে থাই প্রধানমন্ত্রী ইংলাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মে ৬, ২০১৪
ক্ষমতাচ্যুতির ঝুঁকিতে থাই প্রধানমন্ত্রী ইংলাক থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনওয়াত্রা

ঢাকা: ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এখন পদ হারানোর ঝুঁকিতে থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনওয়াত্রা। অভিযোগ মাথায় নিয়ে মঙ্গলবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালতে হাজিরা দিলেন থাই প্রধানমন্ত্রী।



ক্ষমতার অপব্যবহার ছাড়াও সরকারি চাল ক্রয়ের একটি স্কিম পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ ওঠে থাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। দুটি অভিযোগই বর্তমানে তদন্ত করছে দেশটির জাতীয় দুর্নীতি বিরোধী কমিশন। যদি ‍অভিযোগ প্রমাণ হয় তবে ৫ বছর রাজনীতি থেকে দূরে থাকতে হবে সিনওয়াত্রাকে।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ২০১১ সালে তার নিরাপত্তা প্রধান পদে নিজের এক আত্মীয়কে বসিয়েছিলেন তিনি। তবে ইংলাকের দাবি এ নিয়োগ দেশের স্বার্থেই।

এদিকে এ ঘটনাকে ইংলাককে অপসারণের সুযোগ হিসেবে মনে করছেন বিরোধীরা। গত ছয় মাস ধরে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। তবে সিনওয়াত্রাকে অপসারণ করা হলে থাইল্যান্ড তার সমর্থক এবং বিরোধীদের সংঘাতের মাঝে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে আদালতে ইংলাকের হাজিরাকে কেন্দ্র করে তার সমর্থক এবং বিরোধী উভয়পক্ষই রাজধানী ব্যাংককে বড় ধরনের মিছিল ও সমাবেশের প্রস্তুতি নিচ্ছে।

ইংলাক পদ হারালে তার পুরো সরকারেরই পতন হবে বলে মনে করা হচ্ছে। মামলার রায় চলতি সপ্তাহেই হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।