ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভোট চলছে ৭ রাজ্যে, পশ্চিমবঙ্গে ব্যাপক ভোটার উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, মে ৭, ২০১৪
ভোট চলছে ৭ রাজ্যে, পশ্চিমবঙ্গে ব্যাপক ভোটার উপস্থিতি

ঢাকা: ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে ৭টি রাজ্যের ৬৪টি আসনে বুধবার ভোটগ্রহণ চলছে। নবম দফার এই ভোটে নির্ধারিত হবে এক ঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য।

তাদের মধ্যে ‍অন্যতম প্রধান আকর্ষণ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের আমেথি কেন্দ্রে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী আম আদমি প্রার্থী কুমার বিশ্বাস ও বিজেপির স্মৃতি ইরানি।

রাহুলের চাচাতো ভাই, প্রয়াত কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধীর ছেলে তথা বিজেপি নেতা বরুণ গান্ধী আমেথির গা-ঘেঁষা সুলতানপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পশ্চিমবঙ্গে এই দফায় বিশেষ নজর থাকছে বাঁকুড়া কেন্দ্রের উপর। বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া এবার দশমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ। তাকে চ্যালেঞ্জ জানাতে তৈরি তৃণমূল প্রার্থী সুচিত্রা সেনের কন্যা, টালিউডের গ্ল্যামারাস নায়িকা মুনমুন সেন।

পশ্চিমবঙ্গে চতুর্থ  দফার নির্বাচনে ছ’টি আসনে মোট ১১৩৩০টি বুথে ভোট গ্রহণ হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যে ভোট গ্রহণের হার ৪৫.৮০ শতাংশ। এছাড়া কড়া নিরাপত্তার মধ্যে ভোট চলছে জঙ্গলমহলে। এছাড়া ভোট হচ্ছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং আসানসোলে। বাংলা ছাড়াও ভারতের অন্যান্য ৬টি রাজ্যেও ভোটগ্রহণ এদিন। অষ্টম দফার এই নির্বাচনেই ভাগ্য নির্ধারিত হবে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর।

এদিকে পশ্চিমবঙ্গে নির্বাচনী অনিয়ম নিয়ে মোদীর কড়া সমালোচনার জবাবে রাজ্যে চতুর্থ দফায় নির্বাচনে বেশ কিছু কড়া ব্যবস্থা ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷

এর আগে মঙ্গলবার দিল্লিতে উপনির্বাচন কমিশনার বিনোদ জুতসি সাংবাদিক সম্মেলনে জানান যে ক'টি বুথ স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে তার সবগুলোতেই থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। থাকবে সিসি ক্যামেরাও। এছাড়া ভোটে কোনো অনিয়মের ‍অভিযোগ পাওয়া গেলে ৪৮ ঘণ্টার মধ্যেই যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি৷

গত পর্বের ভোট নিয়ে বিরোধী দলগুলোর অভিযোগ ছিল, কোনও বুথে কেন্দ্রীয় বাহিনী বা ভিডিও তোলার ব্যবস্থা বা সিসিটিভি ছিল না৷ তার সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা বেশ কিছু বুথে জাল ভোট দিয়েছে৷ এমন অভিযোগ যাতে এই দফায় না-ওঠে তার জন্যই বাড়তি সতর্কতা নিয়েছে কমিশন৷

পাশাপাশি নির্বাচন চলাকালীন এজেন্টদের ভয় দেখানো বা বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে কমিশন।

অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট বুথের ভোট বাতিল করে ফের নির্বাচন হবে। অভিযোগ জানানো যাবে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার বা ঘটনাস্থলে উপস্থিত পুলিশ অফিসারকে। এই উদ্দেশ্যেই বুথের বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট অফিসারদের মোবাইল নম্বর লেখা থাকছে। ইতোমধ্যেই অশান্তিপ্রবণ বুথের তালিকা জমা দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছে।

বিশেষ নিরাপত্তা ব্যবস্থা মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহল ঘিরেও। জঙ্গলমহলের পাঁচটি আসন পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভোট হচ্ছে বুধবার।

একদা মাওবাদী ঘাঁটি হিসেবে পরিচিত ঝাড়গ্রাম, বিনপুর, বান্দোয়ান, পুরুলিয়ার বলরামপুর, বাঘমুন্ডি ও জয়পুরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জঙ্গলমহলে আকাশপথে কড়া নজরদারির জন্য থাকছে ৩টি হেলিকপ্টার। এ ছাড়া থাকছে অ্যান্টি ল্যান্ডমাইন ভেহিকল, স্যাটেলাইট ফোন, ওয়েব কাস্টিং ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরা৷

এই সব এলাকায় সকাল ৭টায় ভোট শুরু হলেও শেষ হবে বিকেল ৪টায়। তবে অন্যান্য অঞ্চলে বরাবরের মতোই সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট হবে বলে জানিয়েছে কমিশন।

বাংলা ছাড়াও ভোটগ্রহণ চলছে, অন্ধ্রপ্রদেশে, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে। প্রতিবেশী বিহারের পঞ্চম দফা ভোট ঘিরে নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা করছে কমিশন। এই দফায় রাজ্যের মোট ৭টি আসনে লড়ছেন ১১৮ জন প্রার্থী। তবে বিশেষ নজর থাকছে হাজিপুর (তফসিলি জাতির জন্য সংরক্ষিত) ও সারন কেন্দ্রের উপর। হাজিপুর থেকে ভোটে লড়ছেন লোক জনতা পার্টির সভাপতি রামবিলাস পাসওয়ান। সারনের হেভিওয়েট প্রার্থী লালুপ্রসাদ পত্নী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর এক হাই প্রোফাইল প্রার্থী, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজীব প্রসাদ রুডি। নিরাপত্তার কারণে ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ভারত-নেপাল সীমান্ত। বেলা ১১টা পর্যন্ত বিহারে পড়েছে ১৫.২৮ শতাংশ ভোট।

বুধবার হিমাচল প্রদেশের কিন্নৌরে ভোট দেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম নেগী।

সকালে জম্মু-কাশ্মীরের বারামুলায় পহলান পট্টনের পোলিং বুথে গ্রেনেড হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে আহত হন এক আধাসামরিক জওয়ান।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।