ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৭ রাজ্যে ভোট শেষ, ভোটার উপস্থিতি বেশি পশ্চিমবঙ্গে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মে ৭, ২০১৪
৭ রাজ্যে ভোট শেষ, ভোটার উপস্থিতি বেশি পশ্চিমবঙ্গে ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে ৭ রাজ্যের ৬৪ আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

বুধবার বিকেল ৪টায় রাজ্যগুলোতে ভোটগ্রহণ শেষ হয়।



ভোট দিয়েছেন উত্তর প্রদেশের আমেথি আসনের প্রার্থী কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপি থেকে নির্বাচিত অভিনেত্রী স্মৃতি ইরানি। এছাড়া আম আদমি প্রার্থী কুমার বিশ্বাস এ আসন থেকে লড়ছেন।

ভোট শেষে রাহুল গান্ধী সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ ভোট হয়েছে। এ সময় তিনি নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেন, মোদী প্রধানমন্ত্রী হলে ভারতের উন্নয়ন হবে না। তাই উন্নতির জন্য কংগ্রেসই দরকার।

এদিকে, রাহুলের চাচাতো ভাই প্রয়াত কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধীর ছেলে বিজেপি নেতা বরুণ গান্ধী আমেথির গাঘেঁষা সুলতানপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দিয়ে তিনিও বিজেপির জয়ের আশাবাদ ব্যক্ত করেন।

পশ্চিমবঙ্গের বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী বর্ষীয়ান সিপিএম নেতা বাসুদেব আচারিয়া এবার দশমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাকে চ্যালেঞ্জ জানাতে আছেন তৃণমূল প্রার্থী সুচিত্রা সেনের মেয়ে, টালিউডের গ্ল্যামারাস নায়িকা মুনমুন সেন।

পশ্চিমবঙ্গে চতুর্থ  দফার নির্বাচনে ছ’টি আসনে মোট ১১ হাজার ৩৩০টি বুথে ভোটগ্রহণ হয়েছে।

এদিন হিমাচল প্রদেশের কিন্নৌরে ভোট দিয়েছেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম নেগী।

** ভোট চলছে ৭ রাজ্যে, পশ্চিমবঙ্গে ব্যাপক ভোটার উপস্থিতি

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।