ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অপহৃত ছাত্রীদের উদ্ধারে পুরস্কার ঘোষণা নাইজেরিয়ার পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মে ৭, ২০১৪
অপহৃত ছাত্রীদের উদ্ধারে পুরস্কার ঘোষণা নাইজেরিয়ার পুলিশের ছবি: সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার জঙ্গী সংগঠন বোকো হারামের হাতে অপহৃত  ২’শর বেশি স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য ৩ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে দেশটির পুলিশ ।

পুলিশ জানিয়েছে কেউ ছাত্রীদের তথ্য দিতে পারলে কিংবা উদ্ধার করে দিতে পারলে তাদের এ পুরস্কার দেওয়া হবে।


তবে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে জানিয়েছে পুলিশ।

এ দিকে অপহৃত  ছাত্রীদের উদ্ধারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে।

উল্লেখ্য, বোকো হারামের অর্থ পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ। সংগঠনটি  নাইজেরিয়ায় মেয়েদেরকে স্কুলের শিক্ষায় শিক্ষিত করার ঘোর বিরোধী।   গত ৩ সপ্তাহ আগে বোকো হারাম দেশটি উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুল থেকে  ২’শর অধিক ছাত্রীকে অপহরণ করে।

বাংলাদেশ সময় : ১৭১৬ ঘণ্টা, মে ০৭, ২০১৪


.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।