ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৩০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মে ৭, ২০১৪
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৩০০ ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যামেরুনের সীমান্তবর্তী নাইজেরিয়ার উত্তর-পর্বাঞ্চলের একটি শহরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বোকো হারামের হামলায় কয়েকশ’ লোক নিহত হয়েছে।

বুধবার স্থানীয় একজন জনপ্রিতিনিধি ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।



স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, সোমবার উত্তর-পূর্বাঞ্চলের গামবোরু এনগালা শহরে হামলা চালিয়ে তাণ্ডব চালানোর কয়েক ঘণ্টা পর নৃশংস আক্রমণের খবর ছড়াতে থাকে। তবে তখনও হতাহতের খবর অস্পষ্ট ছিল।

স্থানীয় সিনেটর আহমেদ জানা সংবাদ সংস্থা এএফপিকে জানান, এই হামলায় প্রায় ৩০০ লোক নিহত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থল থেকে তারা শতাধিক মৃতদেহ উদ্ধার করেছেন এবং ওই এলাকার অবস্থা দেখে মনে হচ্ছে আরও কয়েকশ’ লাশ উদ্ধার করা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।