ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আটপেয়ে ছাগশিশু!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, মে ৮, ২০১৪
আটপেয়ে ছাগশিশু!

ক্রোয়েশিয়ায় জন্ম নিয়েছে এক আটপেয়ে ছাগশিশু। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি ফার্মে এই ছাগলছানা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে স্থান পেয়েছে জোরান পাপারিচ নামের এক খামারির ছাগল খামারের এই ঘটনা। পাপারিচের সারকা নামের ছাগলটির যে শুধু আটটি পা রয়েছে তাই নয় এটির যৌনপ্রজনন অঙ্গও দুটি। যার একটি পুরুষ ছাগলের অন্যটি স্ত্রীজাতীয় ছাগলের।

বিষয়টি নিয়ে দ্রুত স্থানীয় পশু চিকিৎসকের শরণাপন্ন হন পাপারিচ। তাকে জানানো হয় এটি আসলে দুটি জমজ ছাগলের ছানা যা পুরোপুরিভাবে বর্ধিত হতে না পারায় এমন একটি আকৃতি নিয়ে জন্ম নিয়েছে।

পাপারিচের সারকা নামের ছাগলটি একই সাথে অবশ্য আরও দুটি স্বাস্থ্যবান ছানার জন্ম দিয়েছে।

পাপারিচ বলেন, যখন তৃতীয় বাচ্চাটি বের হয়ে আসছিলো আমি দেখতে পাই আটটি পা। তখন আমার খুব অদ্ভুত মনে হচ্ছিলো। দ্রুত এক প্রতিবেশিকে ডাকি। তিনি এসে দেখলেন আট পা নিয়ে জন্ম নেয় ছানাটি।

এখনো কোনো না দেওয়া না হলেও ‘আটপেয়ে ছাগল’ বলেই ডাকা হচ্ছে এই ছানাটিকে। পাপারিচ মনে করছেন এটি প্রকৃতির একটি রহস্য। সমস্ত যতœ দিয়ে ছাগশিশুটিকে বাঁচিয়ে রাখতে চান এই খামারি।

বাংলাদেশ সময় ০০২৬ ঘণ্টা, মে ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।