ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাথরুমের জীবাণু মোবাইল হয়ে শরীরে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মে ৮, ২০১৪
বাথরুমের জীবাণু মোবাইল হয়ে শরীরে!

ঢাকা: গ্রাহকের চাহিদানুসারে সেবা দেওয়ায় মোবাইল ফোনের ব্যবহার ক্রমেই বাড়ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাথরুমেও সার্বক্ষণিক স্মার্টফোন-ট্যাবলেটের বাটনের আওয়াজের হার বেড়ে চলেছে।



তবে, উদ্বেগের কথা জানিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্য বিজ্ঞানীরা। তারা বলছেন, বাথরুমে মোবাইল ব্যবহারের কারণে সেখানকার জীবাণু জায়গা করে নেয় মোবাইল বা এ ধরনের ডিভাইসে। আর সে জীবাণু সংক্রমিত হয়ে মানুষের শরীরে।

লন্ডনের হ্যামিল্টনের সেন্ট জোসেফ হেলথ কেয়ার’র সংক্রমণ নিয়ন্ত্রণ বিভাগ পরিচালিত এক পরীক্ষা শেষে এ কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। এ পরীক্ষা ও ফলাফলের আগে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড টপিক্যাল মেডিসিন এবং কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের বিজ্ঞানীরাও এ ধরনের সতর্কতা দিয়েছিলেন।

সম্প্রতি বিশ্ব হাতধোয়া দিবসে বেশ কিছু স্মার্টফোন ও ট্যাবলেট পরীক্ষা করেন সেন্ট জোসেফের হেলথ কেয়ারের সংক্রমণ বিভাগের কর্মকর্তা অ্যান্নে বিয়ালাচৌস্কির নেতৃত্বাধীন বিজ্ঞানীরা। তারা জানান, প্রায় সবগুলো ডিভাইসকেই ‘জীবাণু’র ডিভাইস’ বলে মনে হয়েছে।

বস্তুতে জৈব পদার্থ পরিমাপের এটিপি টেস্টে দেখা যায়, বেশ কিছু স্মার্টফোন ও ট্যাবলেট জীবাণুবাহক ডিভাইসে পরিণত হয়েছে। ফেকাল মেটারিয়াল ও ই.কোলির মতো জৈব পদার্থগুলি ডিভাইস থেকে মনুষ্য দেহে ভাইরাসের মাধ্যমে সংক্রমণের সৃষ্টি করে।

বিজ্ঞানীরা বলেন, সাধারণত কোনো বস্তুর জীবাণুমক্ত থাকার অবস্থা নির্ণয়ে এটিপি টেস্টের স্কোর হয় ৩০। কিন্তু সেন্ট জোসেফ পরিচালিত এ পরীক্ষায় দেখা যায়, কোনো কোনো ডিভাইসের স্কোর ছিল ১০০। এমনকি এক ব্যক্তির সেলফোনের স্কোর ৪০০ পর্যন্ত রেকর্ড করা হয়।

গবেষক অ্যান্নে বিয়ালাচৌস্কি বলেন, অনেক গবেষণা হলেও জীবাণু ছড়াতে হস্তচালিত ডিভাইসের কোন অংশ বিশেষভাবে দায়ী এটি স্পষ্ট করে বলা কঠিন।

তবে, আমাদের গবেষণা অনুযায়ী এটাই পরামর্শ যে, বাথরুমে ফোন না নেওয়াটাই ভালো।

এর আগে, লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড টপিক্যাল মেডিসিন ও কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের বিজ্ঞানীদের পক্ষ থেকে যুক্তরাজ্যজুড়ে চালানো এক গবেষণায় দেখা যায়, দেশটিতে প্রতি ছয়টি মোবাইলের একটি অন্তত ই.কোলি বা এ জাতীয় জীবাণুর প্রজনন কেন্দ্র।

বিয়ালাচৌস্কি বলেন, ফেকাল ব্যাকটেরিয়া বা এ ধরনের জীবাণু কারও হাতে দীর্ঘদিন থেকে যেতে পারে। আর সি.ডিফিসিলের মতো জীবাণুগুলো বেশ কয়েক দিন ধরেই জীবন্ত থেকে ভয়াবহ সংক্রমণের সৃষ্টি করতে পারে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।