ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টক শো’তে টেবিল ভাঙলেন অতিথিরা(ভিডিওসহ)

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মে ৮, ২০১৪
টক শো’তে টেবিল ভাঙলেন অতিথিরা(ভিডিওসহ)

ঢাকা: প্রাইম টাইমে যখন কোনো টক শো’ দেখছেন তখন অতিথিদের যুক্তি-পাল্টা যুক্তির তুবড়ি আপনাকে বেশ চমকে দেবে। তবে আরও বেশি চমকের জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে টিভি দর্শককে।

অন্তত জর্ডানের একটি টেলিভিশনের টক শো’তে আগত অতিথিরা বিতণ্ডার জের ধরে যে মারামারি-টেবিল ভাঙাভাঙি করলেন এ ধরনের দৃশ্য দেখার জন্য।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, সম্প্রতি জর্ডানের একটি টেলিভিশনে অতিথি হয়ে আসেন দু’জন অতিথি। দু’জনই ভদ্রজন হিসেবে পরিচিত।

সিরিয়া ইস্যুতে প্রথম দিকে বেশ ভালোভাবেই টক শো’য় আলোচনা করেন দু’জন। উপস্থাপকের প্রাণবন্ত সঞ্চালনায় মাঝপথ পর্যন্তও উত্তপ্ত বাক্য বিনিময়ে সীমাবদ্ধ ছিল টক শো’র উত্তেজনা। তবে এরপর দু’জনেই মেজাজ হারিয়ে ফেলেন। উপস্থাপকের প্রাণপন চেষ্টাও টক শো’র স্টুডিওর টেবিল ভাঙা থেকে এবং মারামারি থেকে দু’জনকে বিরত রাখতে পারলো না।

বিভিন্ন অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, টেবিলের ওপরের অংশকে নিচের অংশ (খুঁটি) থেকে আলাদাই করে ফেলেন দুই অতিথি। তখন উপস্থাপককে বেশ ভয়ার্তই দেখাচ্ছিল।

এখানেই ক্ষ্যান্ত ছিলেন না দুই অতিথি। একজন অপরজনের দিকে তেড়ে যান এবং লাত্থিও মারেন।

পরে অবশ্য অনুষ্ঠান প্রচারে ব্যস্ত প্রযোজক ও ক্যামেরাপারসনরাই ছুটে গিয়ে তাদের থামান।

তবে, মারামারি বেধে গেলেও বিজ্ঞাপন বিরতিতে গিয়ে পটুতা দেখাতে পারেনি টেলিভিশন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।