ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাড়ি চালাতে গিয়ে সৌদিতে তরুণী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মে ৮, ২০১৪
গাড়ি চালাতে গিয়ে সৌদিতে তরুণী নিহত

ঢাকা: নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদি আরবে গাড়ি চালাতে গিয়ে এক তরুণী নিহত হয়েছেন। তার বয়স ২০-এর কোঠায়।



বৃহস্পতিবার দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে একটি তার গাড়ি ইয়ুথ ক্লাবে সজোরে ধাক্কা মারে। এতে চালক তরুণীটি ঘটনাস্থলেই নিহত হন।

সৌদি আরবে নারীদের গাড়ি চালানো কঠোরভাবে নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে তরুণী গাড়ি চালাতে গেলে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন জানায়, দুর্ঘটনার পর পরই গাড়িতে আগুন ধরে যায় এবং তরুণীর মৃত্যু হয়।

তবে তরুণীটির নাম ও পরিচয় জানা যায়নি।

এ ধরনের ঘটনা সৌদি আরবে নতুন কিছু নয়। এর আগেও ২০১২ সালের জানুয়ারিতে হিল প্রদেশে এক নারী গাড়ি চালাতে গেলে দুর্ঘটনায় তিনি আহত হন এবং তার সঙ্গী মারা যায়।

এর আগে ২০১০ সালে একইভাবে তিনজন আরোহীসহ সড়ক দুর্ঘটনায় এক নারী গাড়িচালক নিহত হন।

এদিকে, সৌদি আরবে নারীদের গাড়ি চালনার নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে একটি নারী অধিকার গ্রুপ অনলাইনে নারীদের চালানোর ভিডিও পোস্ট দিয়ে থাকে।

সৌদি আরবে নারীদের গাড়ি চালনা সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে নারীদের মাথা থেকে পা পর্যন্ত বোরকায় আবৃত থাকতে হয়। এ ছাড়া একজন নারীকে বাইরে বের হতে, চাকরি করতে এবং বিয়ে করতেও তার পুরুষ অভিভাবকের অনুমতির প্রয়োজন হয়।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মে ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।