ঢাকা: ভারতের গোরকপুরে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার খুব ভোরে ভারতের উত্তর প্রদেশের উত্তরের গোরকপুরে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে জিপের ওপর আছড়ে পড়লে ১৩ জন নিহত হয়।
এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
স্থানীয় ম্যাজিস্ট্রেট জয় চাঁদ পান্ডে সংবাদমাধ্যমকে বলেন, নিহতরা বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে জিপে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গোরকপুরে এসে পৌঁছালে ট্রেনটি লাইনচ্যুত হয়ে জিপের ওপর আছড়ে পড়ে। এতে ১৩ জনের প্রাণহানি ঘটে।
গোরকপুর পূর্ব নতুন দিল্লি থেকে ৭৪ কিলোমিটার দূরে অবস্থিত।
ম্যাজিস্ট্রেট জানান, এ দুর্ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতে রেল দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। ভারত হচ্ছে, পৃথিবীর মধ্যে সবচাইতে ব্যস্ততম রেল নেটওয়ার্কসম্পন্ন দেশ।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মে ০৯, ২০১৪