ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেয়াদোত্তীর্ণ তথ্য মুছে দিতে গুগলকে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, মে ১৩, ২০১৪
মেয়াদোত্তীর্ণ তথ্য মুছে দিতে গুগলকে নির্দেশ

ঢাকা: মেয়াদোত্তীর্ণ ও অপ্রাসঙ্গিক তথ্য মুছে দিতে সার্চ ইঞ্জিন গুগলকে নির্দেশ দিয়েছেন ইউরোপিয় ইউনিয়ন কোর্ট অব জাস্টিস।

‘ভুলে যাওয়ার অধিকার’ আইনের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে মেয়াদোত্তীর্ণ ও অপ্রাসঙ্গিক তথ্য মুছে দিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।



স্প্যানিশ এক ব্যক্তি তার গোপনীয়তা নষ্ট হওয়ার অভিযোগ এনে আদালতে একটি মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে ইউরোপিয় ইউনিয়ন কোর্ট অব জাস্টিস মঙ্গলবার এ রায় দেন।

গুগল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছে, রায়টি অপ্রত্যাশিত। বিষয়টি প্রভাব যাচাই করতে সময় লাগবে।  

এটি আরো বলেছে, সার্চ ইঞ্জিন কোনো তথ্য নিয়ন্ত্রণ করে না। ইন্টারনেটে মুক্তভাবে প্রাপ্ত তথ্য সমূহের লিংক গুলোই কেবল এতে প্রকাশ করা হয়।

ই‌উরোপিয় ইউনিয়ন জাস্টিস কমিশনার ভাইভিয়াং রেডিং আদালতের রায়কে স্বাগত জানিয়ে ফেসবুক বার্তায় বলেন, এটা ইউরোপিয় জনগণের গোপনীয়তা রক্ষার অধিকারের বিজয়।

বাংলাদেশ সময়: ১৭১৬  ঘণ্টা, মে ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।