ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ফটোসেশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, মে ১২, ২০১৪
পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ফটোসেশন ছবি: সংগৃহীত

ঢাকা: সবচেয়ে উচু স্থানে ঝুলে থেকে ছবি উঠিয়েছেন রাশিয়ার এক তরুণ। আর এ ছবিকেই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ছবি বলা হচ্ছে।



এ ভয়ঙ্কর কাজটি করেছে রাশিয়ান তরুণ ইভান।   তার সঙ্গী ছিল কিরিল ও ভাসিলিসা। তারা মস্কোর একটি ৩০ তলা ভবন বেঁছে নিয়েছিল এ অভিযানের জন্য।

অতি সন্তর্পণে লিফটে করে ১৬ তলা অতিক্রম করে তারা, যাতে কেউ বিষয়টি আঁচ করতে না পারে। পরে, অতিদ্রুত বাকি ১৪ তলা অতিক্রম করে ভবনটির ছাদে উঠে যায়। এখানেই চলে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ ফটোসেশন।
 
ইভান ভবনটির একটি কিনারা ধরে ঝুলতে থাকে। এ কাজটির জন্য সে দড়ি বা অন্য কোন কিছুই ব্যবহার করেনি। তখন সেখানে ছিলো ইভান আর শূন্য আকাশ।

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।