ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিয়ের আসরে প্রেমিকের গুলিতে নববধূ খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মে ৯, ২০১৪
বিয়ের আসরে প্রেমিকের গুলিতে নববধূ খুন ছবি: সংগৃহীত

ঢাকা: ‘সে আমার সঙ্গে প্রতারণা করেছে’ বলে চেঁচাতে চেঁচাতে বিয়ের আসরেই এক নববধূকে গুলি করে হত্যা করেছে ‘সাবেক প্রেমিক’।

বৃহস্পতিবার ভারতের ভুপালের লালঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ডা. জয়শ্রী নামদে বিয়ের আসরে হবু স্বামীর সঙ্গে দাঁড়িয়ে আগত অতিথিদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিলেন।

হঠাৎ অনুরাগ সিং নামে এক ব্যক্তি দৌঁড়ে এসে একেবারে সামনে থেকে জয়শ্রীকে গুলি করে। গুলি নববধূর গলায় আঘাত করে।

দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত অনুরাগকে আটক করে জয়শ্রীর স্বজনরা বেদম পিটুনি দেয়। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে অনুরাগ পুলিশের কাছে দাবি করেন, জয়শ্রী ‍তার সঙ্গে প্রতারণা করেছেন।

ভুপালের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা বলেছেন, তারা দু’জন সম্ভবত সহপাঠী ও প্রেমিক-প্রেমিকা ছিলেন।

শিশুরোগ বিশেষজ্ঞ জয়শ্রীর সঙ্গে সার্জন রোহিত নামদে’র বিয়ে হওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মে ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।