ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়া যাচ্ছেন মার্কিন সামরিক কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ৯, ২০১৪
নাইজেরিয়া যাচ্ছেন মার্কিন সামরিক কর্মকর্তারা

ঢাকা: অপহৃত স্কুলছাত্রীদের উদ্ধারে নাইজেরিয়ার সরকারকে সহযোগিতা করতে দেশটিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। শুক্রবারই তাদের নাইজেরিয়ার রাজধানী আবুজায় পৌঁছানোর কথা বলে জানিয়েছে পেন্টাগন।



পেন্টানগনের প্রেসসচিব ও নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল জন কিরবি সংবাদ মাধ্যমকে বলেন, নাইজেরিয়া সরকারকে ইতোমধ্যে উদ্ধার তৎপরতায় পরামর্শ দিতে থাকা একটি দলের সঙ্গে যোগ দিচ্ছে পেন্টাগনের বিশেষ বাহিনী ‘দ্য সেভেন’।

অপর দিকে মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সংস্থা সিএনএনকে জানান, অপহরণের ঘটনার আগে থেকেই যুক্তরাষ্ট্রের প্রায় ৬০ জন আন্তঃসংস্থা সদস্য সন্ত্রাসবিরোধী কার্যক্রমে নাইজেরিয়াকে সহযোগিতা করছে।

তিনি জানান, অপহরণের ঘটনায় ওই কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন এবং স্থানীয় লোকজন ও প্রশাসনের সঙ্গে কথা বলে স্কুলছাত্রীদের উদ্ধারে পরিকল্পনা সাজাচ্ছেন।

এর আগে, বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, আমাদের আন্তঃসংস্থা দল মাঠ চষে বেড়াচ্ছে এবং অপহৃত স্কুলছাত্রীদের ফেরত পেতে প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রস্তুতি নিয়েছে। বিশেষ দল উদ্ধার তৎপরতা শুরু করতে যাচ্ছে...!

গত ১৪ এপ্রিল প্রায় ৩০০ ছাত্রীকে অপহরণ করা হয়। এরপর গত ৫ মে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, স্কুলছাত্রীদের অপহরণের কথা স্বীকার করেছেন দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন বোকো হারাম নেতা আবু বকর শেকিউ।

গত বুধবার পেন্টাগনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, অপহৃত স্কুলছাত্রীদের উদ্ধারে দেশটির সরকারকে সহযোগিতা করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

বেশ কয়েকজন কর্মকর্তা মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো অভিযানে জড়ানোর গুঞ্জন এড়িয়ে গেলেও বিশ্লেষকরা মনে করছেন, লিবিয়ার মতোই নাইজেরিয়ায় বিশেষ বাহিনী পাঠাতে পারে পেন্টাগন।

লিবিয়ায় জঙ্গিদের কাছে বিদেশি নাগরিক জিম্মি হওয়ার ঘটনায় গত বছরের অক্টোবরে দেশটিতে বিশেষ বাহিনী পাঠিয়ে অভিযান চালায় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মে ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।