ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানি প্রধানমন্ত্রীসহ ৬৪ রাজনীতিককে আদালতের নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মে ১০, ২০১৪
পাকিস্তানি প্রধানমন্ত্রীসহ ৬৪ রাজনীতিককে আদালতের নোটিশ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিসহ দেশটির ৬৪ রাজনীতিকের বিরুদ্ধে নোটিশ জারি করেছেন আদালত। রাজনীতিকদের বিদেশে গচ্চিত সম্পদ দেশে ফিরিয়ে আনতে দায়ের করা এক পিটিশনের প্রেক্ষিতে এ নোটিশ জারি করা হয়।



প্রধানমন্ত্রী ও সাবেক প্রেসিডেন্টসহ ৬৪ রাজনীতিক অন্তত তিন লাখ মার্কিন ডলার পাচারের মাধ্যমে বিদেশে স্থানান্তর করেছেন- এমন অভিযোগ এনে সম্প্রতি আইনজীবী জাবেদ ইকবাল জাফরির করা এক পিটিশনের প্রেক্ষিতে শুক্রবার লাহোর হাইকোর্ট এ নোটিশ দেন।

আগামী ২৯ মে‘র মধ্যে নওয়াজ, জারদারির সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানসহ ৬২ রাজনীতিককে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকেও এ ব্যাপারে অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে।

তবে এ বিষয়ে এখনও রাজনীতিকরা নিজেদের কোনো অ্যাফিডেভিট দেননি বলে জানান পিটিশন দায়েরকারী।

তিনি বলেন, যদি রাজনীতিকদের এ অর্থ ফিরিয়ে আনা হয় তাহলে দেশের কোনো ঋণের প্রয়োজন হবে না।

পিটিশনে তিনি রাজনীতিকদের এ সম্পদ দেশে ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়ার আবেদন জানান।

বিচারপতি খালিদ মাহমুদ খান পিটিশনের শুনানি ২৯ মে পর্যন্ত স্থগিত করেছেন এবং এর মধ্যে বিবাদীদের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মে ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।