ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সন্তানকে বিষ খাইয়ে মারলেন মা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ১১, ২০১৪
সন্তানকে বিষ খাইয়ে মারলেন মা ছবি: প্রতীকী

ঢাকা: মা! এই একটি কথায়ই যেন লুকিয়ে আছে পৃথিবীর সব ভালোবাসা, মমতা, স্নেহ, শাসন, অনুপ্রেরণা ও সাহস। ক্ষুধার্ত বাঘের সামনে থাকলেও মা যখন পাশে থাকেন তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ মানুষটি মনে হয়।

অথচ এই মমতাময়ী মায়ের খাওয়ানো বিষের জ্বালায়ই মরতে হলো পাকিস্তানের পাঁচ বছর বয়সী এক শিশু সন্তানকে। মৃত্যুর প্রহর গুনছে ‍আরও দুই শিশু সন্তান।

রোববার বিশ্ব মা দিবসের ঠিক আগের দিনই শনিবার অভিমানী মায়ের নির্মম এই আচরণের ঘটনা ঘটেছে  পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে অভিমান করে তিন শিশু সন্তানকে কীটনাশক খাইয়ে দেন পাঞ্জাবের ফয়সালাবাদ সিটির শাহজাদ শহরের বাসিন্দা সদাফ বিবি। পরে তিন সন্তানকে হাসপাতালে নেওয়া হলে একজন মারা খবরে তিনি নিজেও একসঙ্গে অনেক ওষুধ খেয়ে আত্মহননের চেষ্টা করেন।

সংবাদ মাধ্যমগুলো আরও জানায়, দ্বিতীয় বিয়ে করার জন্য সদাফ বিবির অনুমতি চাইতে গেলে স্বামীর সঙ্গে তার তুমুল বিবাদ বেধে যায়। এর জের ধরে সদাফ তার তিন শিশু সন্তানকে কীটনাশক খাইয়ে দেন।

দ্রুত তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তবে চিকিৎসকরা দু’জনকে দ্রুত চিকিৎসা দিয়ে বেঁচে থাকার আশা জিইয়ে রাখলেও পাঁচ বছর বয়সী কিরণ চলে যান পরপারে।

নিজের শিশু কন্যা কিরণ মারা যাওয়ার পর অনেকগুলো ওষুধ গিলে আত্মহননের চেষ্টা করেন সদাফও। তবে হাসপাতালের চিকিৎসকরা তাকে শান্ত করেন।

শিশু সন্তানকে হত্যা ও আত্মহত্যার চেষ্টার পর সদাফ বিবিকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।