ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরীয় ছাত্রীদের জিম্মিদশার ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ১২, ২০১৪
নাইজেরীয় ছাত্রীদের জিম্মিদশার ভিডিও প্রকাশ

ঢাকা: নাইজেরিয়ার অপহৃত স্কুলছাত্রীদের জিম্মিদশার ভিডিও প্রকাশ করেছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন বোকো হারাম। গত মাসে অপহৃত আড়াই শতাধিক ছাত্রীর মধ্যে ভিডিওটিতে প্রায় ১০০ জনকে দেখানো হয়েছে।



মঙ্গলবার বোকো হারামের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, সংগঠনটির নেতা আবুবকর শেকাউ দাবি করেছেন, তাদের সহযোদ্ধাদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই স্কুলছাত্রীদের জিম্মি করে রাখা হবে।

এছাড়া, ওই ছাত্রীরা ধর্মান্তরিত হয়ে ইসলামগ্রহণ করেছে বলেও দাবি করেন আবুবকর শেকাউ। সোমবার জিম্মিদশার ভিডিওটিতে স্কুলছাত্রীদের প্রার্থনা করতেও দেখা যায়।

গত ১৪ এপ্রিল নাইজেরিয়ার একটি স্কুল থেকে আড়াই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বোকো হারাম। একইসঙ্গে তাদের বিক্রি করে দেওয়ারও হুমকি দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিতে প্রকাশিত ১৭ মিনিটের ভিডিওতে দেখা ‍যায়, আটক ওই স্কুলছাত্রীদের সবাই হিজ‍াব পরে কথা বলছেন। এদের মধ্যে হিজাব পরিহিত তিন ছাত্রী রেকর্ড ভিডিওটিতে কথা বলেন।

তারা জানান, তারা খ্রিস্টান ছিলেন, ইসলামে ধর্মান্তরিত হয়েছেন এবং তারা এখন মুসলিম।

সংবাদ মাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা জানান, ওই স্কুলছাত্রীদের অনেক শান্ত দেখা যায় এবং তাদের একজন দাবি করেন, বোকো হারাম তাদের কোনো ক্ষতি করেনি।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।