ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বুথ ফেরত ভোটার সমীক্ষায় এগিয়ে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মে ১২, ২০১৪
বুথ ফেরত ভোটার সমীক্ষায় এগিয়ে বিজেপি

ভারতের সদ্য সমাপ্ত জাতীয় সংসদ (লোকসভা) নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি জয়লাভ করতে যাচ্ছে বলে বুথ ফেরত ভোটারের সমীক্ষায় (এক্সিট পোল) উঠে এসেছে।

সংবাদ মাধ্যম রয়টার্সের বরাত দিয়ে সোমবার সন্ধ্যায় এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।



সংবাদ মাধ্যমে প্রকাশিত এক্সিট পোল রেজাল্টে দেখা যায়, আসামের ১৪টি আসনের মধ্যে বিজেপি পাবে ৮টি আসন। তবে মেঘালয়ের দু’টি আসনই পাবে কংগ্রেস।

আসামের ৮টি আসন পাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী তরুণ গগাই।

পূর্ব ভারতে বিজেপি ৩৮টি, কংগ্রেস ১৮টি আসন পাবে। এছাড়া অন্যান্যরা ৬১টি আসন বলে এক্সিট পোলের ফলাফলে বলা হয়।

ওড়িশ্যায় কংগ্রেস এবার ৫টি আসন পাবে। পাঁচ বছর আগের নির্বাচনে তারা এখানে ৬টি আসন পায়।

বিহারের ৪০টি আসনের মধ্যে বিজেপি ১৯টি আসন পাবে। এখানে কংগ্রেস পাবে ৪টি আসন।

রাজস্থানে বিজেপি পাবে ২২টি আসন। আর কংগ্রেস পাবে মাত্র ২টি আসন। তবে দিল্লি ৭ আসনের একটিও কংগ্রেস পাবেনা বলে এক্সিট পোলে উঠে এসেছে।

মধ্যপ্রদেশে বিজেপি ২৬টি আসন পেলেও কংগ্রেস পাবে ৪টি আসন।

গুজরাটেও বেশ ভালোভাবেই এগিয়ে থাকবে বিজেপি। তারা পাবে ২২টি আসন, কংগ্রেস পাবে ৪টি।

ঝাড়খণ্ডে বিজেপি ৭টি এবং কংগ্রেস পাবে ৬টি আসন।

পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস পাবে ২০টি আসন। এছাড়া কংগ্রেস পাবে ৫টি ও বিজেপি পাবে ২টি আসন।

কর্নাটকে বিজেপি পাবে ১৮টি আসন। এখানে কংগ্রেস পাবে ৯টি আসন।

পাঞ্জাবের ১৩টি আসনের মধ্যে বিজেপি পাবে ৭টি আর কংগ্রেস পাবে ৬টি আসন।

মধ্যপ্রদেশে বিজেপি পাবে ১৬টি আসন। এ আসনে কংগ্রেস পাবে ১১টি আসন।

হিমাচল প্রদেশে বিজেপি ৪টি আসন পেলেও কংগ্রেস কোনো আসন পাবে না বলে এক্সিট পোলো বলা হয়েছে।

এক্সিট পোলো বলা হয়, ভারতের নির্বাচনে মোট ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি ২৪৯টি আসন পাবে। এছাড়া প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পাবে ১৪৮টি আসন। বাকি ১৪৬টি আসন পাবে অন্যান দল।

এদিকে, ৩০০ আসন পেয়ে বিজেপি নির্বাচনে জয়লাভ করবে বলে যোগী আদিত্যনাথ নামে বিজেপির এক মুখপাত্র মন্তব্য করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৪/আপডেট: ২০২০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।