ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোরগ যখন পেঙ্গুইন!

আবু তালহা, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মে ১৪, ২০১৪
মোরগ যখন পেঙ্গুইন!

ঢাকা: বিস্ময়কর হলেও নিজেকে পেঙ্গুইন মনে করে একটি মোরগ। কেবল মনেই করে না, পেঙ্গুইনের মতো হেঁটে সবাইকে বিষয়টি জানানও দেয় মোরগটি।



বিচিত্র এই পেঙ্গুইন-মোরগের খোঁজ মিলেছে চীনের পূর্বাঞ্চলৈর ঝিজিয়াং প্রদেশের ঝিনহুয়া শহরে।

ঝং জিয়াংপিং নামে এক ব্যক্তি ১০ হাজার ইয়ানের (চীনা মুদ্রা) বিনিময়ে এক কৃষকের কাছে থেকে তিন বছর বয়সী এ মোরগ কেনেন।

তবে অস্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করে সবাইকে অবাক করে দিলেও আসল খবর জানিয়েছেন ঝিনহুয়া চিড়িয়াখানার প্রাণী ব্যবস্থাপনা বিভাগের প্রধান ওয়াং পেই।

তিনি জানান, মোরগটির ছোট বেলায় এমন এক অসুখ হয়েছিল যা তার শরীরকে নমনীয় করেছে, যে কারণে মোরগটি পেঙ্গুইনের মতো চলাফেরা করে।

যেন অনেক মানুষ বিচিত্র রকমের এই মোরগটি দেখতে পারে সেজন্য স্থানীয় চিড়িয়াখানায় এটিকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালিক ঝং।

ভিডিওটি দেখতে ক্লিক করুন:

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মে ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।