ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বেশি মদ্যপ কানাডীয়রা, এগোচ্ছে এশীয়রাও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মে ১৪, ২০১৪
বেশি মদ্যপ কানাডীয়রা, এগোচ্ছে এশীয়রাও ছবি: প্রতীকী

ঢাকা: কানাডিয়ান ও আমেরিকানদের কাছে অ্যালকোহল পান নিয়মিত খাবারের মতো হয়ে উঠেছে। আর মদ-হুইস্কির মতো অ্যালকোহল পানের দিকে ভারতসহ এশীয় নাগরিকদের ঝোঁক বাড়ছে দ্রুত।



বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পক্ষ থেকে সর্বশেষ প্রকাশিত এক সমীক্ষায় জানানো হয়েছে, বিশ্বে অ্যালকোহল গ্রহণকারীদের মধ্যে শীর্ষে অবস্থান কানাডিয়ানদের, তাদের পরই রয়েছে আমেরিকানরা। আর অ্যালকোহল পান বাড়ছে ভারতসহ এশিয়ায়।

হু’র প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী অ্যালকোহল পান বাড়ছে, বিশেষ করে ভারত ও চীনে। এছাড়া, যেসব অঞ্চলে জীবনযাত্রার মানের উন্নয়ন হচ্ছে এবং অ্যালকোহল মার্কেট সচল সেসব অঞ্চলে অ্যালকোহল পান ‍বাড়ছে।

প্রতিবেদনে প্রকাশ করা হয়, গড়ে একজন কানাডিয়ান প্রতি বছরে সাড়ে ১২ লিটারেরও বেশি অ্যালকোহল পান করেন, অন্যদিকে আমেরিকানরা পান করেন সাড়ে সাত লিটার থেকে প্রায় ১০ লিটার পর্যন্ত। অ্যালকোহল পানে পিছিয়ে নেই রাশিয়া ও অস্ট্রেলিয়ার নাগরিকরাও। কানাডিয়ান-আমেরিকানদের সঙ্গে পাল্লা দিয়ে অ্যালকোহল পান করেন এসব দেশের নাগরিকরা।

আফ্রিকানরা খুব বেশি অ্যালকোহল পান করে না, আর মদ বা হুইস্কি কিংবা এ জাতীয় নেশাদ্রব্য পান করার ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে মুসলিম দেশগুলো।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মে ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।