ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাস দমনে মার্কিন সহায়তা চান সিসি !

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ১৫, ২০১৪
সন্ত্রাস দমনে মার্কিন সহায়তা চান সিসি !

ঢাকা: মিসরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ও সাবেক সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি তার দেশে সন্ত্রাস দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন।
আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সিসি এ সহযোগিতা চান।



আগামী ২৬ ও ২৭ মে মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন সেনাবাহিনীর সহযোগিতাও চেয়েছেন সিসি।

সাক্ষাৎকারে সিসি বলেন, মধ্যপ্রাচ্যে যাতে আরেকটি আফগানিস্তানের সৃষ্টি না হয় সেজন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাচ্ছি।

বারাক ওবামার উদ্দেশে সিসি বলেন, ‘ আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি। ’

তিনি আরও বলেন, মিসর অস্থিতিশীল হলে এ অঞ্চলের পুরোটাই অস্থিতিশীল হবে। মিসরের স্থিতিশীলতার জন্য সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন লৌহ মানব খ্যাত আব্দুল ফাত্তাহ  সিসি।

বাংলাদেশ সময় : ২১৪৬ ঘণ্টা, মে ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।