ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে মার্কেটে বোমা হামলায় নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ২২, ২০১৪
চীনে মার্কেটে বোমা হামলায় নিহত ৩১ ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের রাজধানী উরুমকির এক মার্কেটে বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯০ জন।



বৃহস্পতিবার সকালে এ হামলা হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

সংবাদ মাধ্যম জানায়, অজ্ঞাত হামলাকারীরা ওই এলাকার একটি মার্কেটে এলোপাতাড়ি বিস্ফোরক নিক্ষেপ করে। এ সময় তারা মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা দু’টি গাড়িও ভাঙচুর করে।

ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছে দেশটির জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়। তবে হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

বাংলাদেশ: ১১৩২ ঘণ্টা, মে ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।