ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাজার বছর আগের ট্যাবলেট কম্পিউটারের খোঁজ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মে ২৫, ২০১৪
হাজার বছর আগের ট্যাবলেট কম্পিউটারের খোঁজ!

ঢাকা: হাজার বছরেরও বেশি সময় আগের ‘ট্যাবলেট কম্পিউটার’র সন্ধান পেয়েছেন তুরস্কের প্রত্নতত্ত্ববিদরা! সম্প্রতি ইস্তাম্বুলের কাছে ইয়েনিকাপি এলাকায় আবিষ্কৃত ৩৭টি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষের একটিতে এই ডিভাইস পাওয়া যায়।

প্রত্নতাত্ত্বিকদের উদ্ধৃতি দিয়ে ডিস্কভারি নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ইয়েনকাপি বলে পরিচিত বাইজান্টাইন সম্রাট থিওদোসিয়াসের আমলে চতুর্থ শতকে গড়ে ওঠা থিওদোসিয়াস পোর্টে পাওয়া ডিভাইসটিকে ১২শ’ বছরের বেশি সময় আগের ট্যাবলেট কম্পিউটার বলে মনে করা হচ্ছে।



প্রত্নতাত্ত্বিক দলের প্রধান ও ইস্তাম্বুলের মেরিন আর্কিওলজি অ্যান্ড দ্য ইয়েনিকাপি বিভাগের পরিচালক উফুক কোকাবাস বলেন, কাঠের তৈরি এই ডিভাইসটি বেশ সুন্দরভাবেই মোড়ানো। আধুনিক সাত-ইঞ্চি ট্যাবলেট আকৃতির হলেও খানিকটা পুরু এ ডিভাইস।

এটি জাহাজের ক্যাপ্টেনের ব্যবহার্য ডিভাইস বলেই মনে করা হচ্ছে বলে জানান উকুফ।

ডিস্কভারির প্রতিবেদনে আরও বলা হয়, পাঁচটি আয়তাকার প্যানেলের সেটবিশিষ্ট ডিভাইসটি মোম দিয়ে আবৃত ও ফ্রেমখচিত। প্যানেলগুলিতে নোট লেখা হয়ে থাকতে পারে, যেটা গ্রিক ভাষার লেখা বলে মোমের ওপর আবছা লিপিতে বোঝা যাচ্ছে।

এছাড়া, নিচের প্যানেলটিতে  একটি সেকেলে ‘অ্যাপ’ও রয়েছে বলে জানান প্রত্নতাত্ত্বিকরা।

প্রত্নতাত্ত্বিকরা জানান, নবম শতকের প্রথম দিকে ডুবে যাওয়া জাহাজ থেকে প্রাপ্ত এই ডিভাইস তখনকার প্রযুক্তি দক্ষতারই পরিচয় দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।