ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন প্রেসিডেন্ট নির্বাচনে ‘চকোলেট কিং’ বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, মে ২৬, ২০১৪
ইউক্রেন প্রেসিডেন্ট নির্বাচনে ‘চকোলেট কিং’ বিজয়ী ছবি: সংগৃহীত

ঢাকা: ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে ধনকুবের ও চকোলেট কিং খ্যাত পেটরো পোরোসেনকো বিজয়ী হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রথম পর্যায়ের সদ্য সমাপ্ত ভোটে বাংলাদেশ সময় রোববার রাত ১০টার দিকে প্রাপ্ত ফলাফলে তিনি ৫৫ শতাংশ ভোট পেয়েছেন।



ফলাফলের পর তিনি জানান, তার নীতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ভালো করতে সহায়তা করবে। একই সঙ্গে দেশের পশ্চিমের সংঘাতপূর্ণ এলাকায় শন্তি ফিরিয়ে আনবে বলে জানান তিনি।

রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবদীরা নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা চালায়। এতে প্রায় ২০ জন ব্যক্তি প্রাণ হারান।

নির্বাচনে ভোটারের অংশগ্রহণ প্রায় ৪৫ শতাংশ ছিলো বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৬১৬ ঘণ্টা, মে ২৬ , ২০১৪


   



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।