ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বাস টার্মিনালে অগ্নিকাণ্ডে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মে ২৬, ২০১৪
দক্ষিণ কোরিয়ায় বাস টার্মিনালে অগ্নিকাণ্ডে নিহত ৭ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ কোরিয়ার জিয়ংগি প্রদেশে একটি বাস টার্মিনালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।



সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

স্থানীয় সংবাদ মাধ্যম ইয়নহাপ’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, জিয়ংগি প্রদশের গোয়াং বাস টার্মিনালের বেসমেন্টে আগুন ধরে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। অগ্নিক‍াণ্ডের পর সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দ্রুত চারটি ফায়ার ইউনিট ও পাঁচটি অ্যাম্বুলেন্স পৌঁছায়।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে কিছ‍ু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।