ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এ যাবতকালের সবচেয়ে বড় সাপ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মে ২৬, ২০১৪
এ যাবতকালের সবচেয়ে বড় সাপ! টাইটানোবোয়া সাপের রেপ্লিকা

বিখ্যাত অ্যানাকোন্ডা মুভির সেই ভয়ংকর-বিশালাকার অ্যানাকোন্ডার সাপের কথা মনে আছে? মনে না পড়লেও সমস্যা নেই। কারণ এবার অ্যানাকোন্ডার চেয়ে বিশালাকার টাইটানোবোয়া নামে নতুন এক প্রজাতির সাপ আবিষ্কৃত হয়েছে।



প্রায় ৫০ ফুট লস্বা ও ১ হাজার ১২৪ কেজি ওজনের এই সাপটিকে এ যাবতকালের সবচেয়ে বড় সাপ বলা হচ্ছে। খবর এনডিটিভি।

ষাট লক্ষ বছরের আগের এই সাপটির বাস কলাম্বিয়ায়। গড়ে স্বাভাবিক অ্যানাকোন্ডার চেয়ে এটি দশগুণ বড়।

ইন্ডিয়ানা ইউনিভার্সিটির প্রাণিবিদ ডেভিড পলি বলেন, এ সাপের আকার এতোটাই বড় যে জীবনের অধিকাংশ সময় পানিতেই কাটায়।

কলাম্বিয়ার রাঞ্চেরিয়া নদীর উপত্যকায় করেজন কয়লা খনি থেকে টাইটানোবোয়ার ফসিল উদ্ধার করা হয়।

দৈত্যকার এই প্রাণিটির রেপ্লিকা কলাম্বিয়ার স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।