ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, মে ২৭, ২০১৪
মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি ম্যানুয়েল উরিবি

ঢাকা: এক সময় বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তির স্বীকৃতি পাওয়া মেক্সিকান নাগরিক ম্যানুয়েল উরিবি (৪৮) মারা গেছেন।

সোমবার রাতে তিনি মারা যান বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

তবে তার মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি।

এর আগে অস্বাভাবিক হৎদস্পন্দনের কারণে গত ২ মে উরিবিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার যকৃৎতে সমস্যা ছিল।

জরুরি এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে ক্রেনের মাধ্যমে হাসপাতালে স্থানান্তরিত করেন বলে সংবাদ মাধ্যম জানায়।

শরীরের অস্বাভিক ওজনের কারণে তিনি বহুদিন ধরে চলাফেরা করতে পারতেন না। তবে সাম্প্রতিক কঠোর পরিশ্রম ও ব্যায়ামের মাধ্যমে উরিবি পাঁচশ ৫০ পাউন্ড ওজন কমান।

সর্বাধিক এক হাজার দুইশ ৩০ পাউন্ড ওজনের অধিকারী হয়ে ২০০৬ সালে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখান উরিবি।

২০০৮ সালে ক্লাউডিয়া সলিস নামে এক নারীকে বিয়েও করেন তিনি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মে ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।