ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিজের পছন্দে বিয়ে করায় পাথর নিক্ষেপে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মে ২৮, ২০১৪
নিজের পছন্দে বিয়ে করায় পাথর নিক্ষেপে হত্যা

ঢাকা: পরিবারের অমতে ভালোবাসার মানুষকে বিয়ে করায় বাপ-ভাইয়ের পাথরের আঘাতে নির্মম মৃত্যৃ হলো ফারজানা পারভিন (২৫) নামে এক পাকিস্তানি নারীর।

এ বিষয়ে নাসিম বাট নামে এক পুলিশ কর্মকর্তা জানান, ফয়সালাবাদের বাসিন্দা ফারজানা পরিবারের অমতে জারানওয়ালার বাসিন্দা মো. ইকবালকে কয়েক মাস আগে বিয়ে করেন।



পরবর্তীতে ফারজানার পরিবারের সদস্যরা মেয়েকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করা হয়েছে মর্মে একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার ফারজানা ও ইকবাল এ মামলায় আদালতে জবানবন্দি দিতে এলে ফারজানার পরিবারের সদস্যরা আদালতের সামনেই প্রথমে ফাঁকা গুলি ছুঁড়ে ফারজানাকে ইকবালের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ব্যর্থ হয়ে এক পর্যায়ে তারা ফারজানাকে বেধড়ক পেটায় ও পাথর ছোড়ে। এতে ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়।

এ ঘটনার পর পুলিশ ফারজানার বাবাকে আটকে করলেও ভাইদের আটকে ব্যর্থ হয়।

ফারজানা তিন মাসের অন্তঃসত্তা বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।