ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় গাড়ি দুর্ঘটনায় লেবানন রাষ্ট্রদূতের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মে ২৯, ২০১৪
দক্ষিণ কোরিয়ায় গাড়ি দুর্ঘটনায় লেবানন রাষ্ট্রদূতের মৃত্যু

ঢাকা: দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত জাদ সায়েদ আল-হাসান গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টা ৮ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।



স্থানীয় সংবাদ মাধ্যম ইয়নহাপের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

সংবাদ মাধ্যম জানায়, সিউলের নামসান তিন নম্বর টানেলে জাদ সায়েদ আল-হাসান’র গাড়ির সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাষ্ট্রদূত নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন।

তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা সে বিষয়টিসহ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।