ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্ষণ শেষে হত্যা

দুই বোনকে গাছে ঝুলিয়ে রাখলো পাষণ্ডরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মে ২৯, ২০১৪
দুই বোনকে গাছে ঝুলিয়ে রাখলো পাষণ্ডরা ছবি: প্রতীকী

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে বদাউনের ছোট্ট গ্রাম কার্তা। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেই শিউরে উঠলো গ্রামের বাসিন্দারা।



আম বাগানের গাছে ঝোলানো রয়েছে ১৪ আর ১৫ বছর বয়সী দুই কিশোরীর লাশ। উপর্যপরি ধর্ষণের পর তাদের হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে পাষণ্ডরা। অমানবিক এ ঘটনায় তোলপাড় এখন উত্তর প্রদেশ সহ গোটা ভারত।

জানা গেছে, একদিন আগেই অপহৃত হয়েছিলো ওই দুই তুতো বোন। পরিবারের সদস্যদের অভিযোগ, অপহরণের অভিযোগ দেয়া হলেও পুলিশ তা গ্রহণ করতে চায়নি।

এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী স্থানীয় থানা ঘেরাও করে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নেয় পুলিশ। ঘটনায় মোট সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই কনস্টেবলও এ ঘটনায় জড়িত আছেন। তারা হলেন সারভেশ যাদব ও রক্ষাপাল যাদব। তাদেরকে সাসপেন্ড করে হয়েছে।
মেয়ে দু’টির পরিবার জানায়, আগের দিন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে অপহৃত হয় এই দুই বোন। একদিন পর পাশের আমবাগানে পাওয়া যায় তাদের ঝোলানো লাশ।

এদিকে এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন দোষী যেই হোক তাকে শাস্তি পেতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।