ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিন বছরের শিশুর গুলিতে মরলো ভাই!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, মে ২৯, ২০১৪
তিন বছরের শিশুর গুলিতে মরলো ভাই!

ঢাকা: এক বছর বয়সী ছোট ভাইকে গুলি করে হত্যা করলো যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় আরিজোনার পেসন শহরের তিন বছর বয়সী এক শিশু। প্রতিবেশীর কক্ষ থেকে পিস্তল নিয়ে খেলতে খেলতে দুর্ঘটনাবশত এ হত্যাকাণ্ড ঘটে!

পেসন শহরের পুলিশ প্রধান সাংবাদিকদের জানান, মঙ্গলবারের এ ঘটনার তদন্ত করছে পুলিশ।



মা-বাবার উদ্ধৃতি দিয়ে পুলিশ প্রধান জানান, মায়ের সঙ্গে পার্শ্ববর্তী ফ্ল্যাটে বেড়াতে যায় শিশু দু’টি। এসময় ওই ফ্ল্যাটের একটি কক্ষে অর্ধঃস্বয়ক্রিয় একটি পিস্তল পায় তিন বছর বয়সী শিশুটি। প্রাপ্ত বয়স্ক কেউই জানতো না যে তাদের হাতে পিস্তল গেছে। এরপর খেলতে খেলতেই ভাইয়ের মাথায় গুলি করে শিশুটি।

এছাড়া, দুর্ঘটনা মনে করা হলেও এ হত্যাকাণ্ডে অপরাধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।