ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

একযুগের লাল কলম উত্তরসূরীকে দিলেন মোদী

ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, মে ২৯, ২০১৪
একযুগের লাল কলম উত্তরসূরীকে দিলেন মোদী

ঢাকা: সদ্য সাবেক গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তার দীর্ঘ একযুগের বেশি সময় ধরে ব্যবহৃত লাল কলমটি বর্তমান মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল উপহার হিসেবে দিয়েছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে গান্ধিনগরে শপথ নিতে আসলে আনন্দিবেনকে কলমটি উপহার দেন মোদী।



এর আগে ভারতের নয়া প্রধানমন্ত্রী মোদী সাতজন ক্যাবিনেট ৠাঙ্ক মিনিস্টার ও ১৪ জন মিনিস্টারকে শপথ বাক্য পাঠ করান।

মোদী ২০০১ সালে যখন প্রথম গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তখনই কলমটি ব্যবহার শুরু করেন। এই ম্যাজিক কলম দ্বারা কলমে তিনি শত শত এমওইউ স্বাক্ষর করেন। গুজরাটের প্রবৃদ্ধিকে চীনের ওপরে নিয়ে যান।

আজ যখন কলমটি আনন্দিবেন প্যাটেলকে দেন তখন তিনি আবেগে কেঁদে ফেলেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।