ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ৩০, ২০১৪
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন অজিত

ঢাকা: নরেন্দ্র মোদী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন সাবেক ইন্টিলিজেন্স ব্যুরোর (আইবি) প্রধান অজিত কুমার ডোভাল।

ভারতের প্রতিটি সরকারই নিজের পছন্দের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়ে থাকে।

অজিত কংগ্রেস আমলে মনমোহন সিংহ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেননের স্থলাভিষিক্ত হবেন।

আগে থেকে গুঞ্জন থাকলেও শুক্রবারই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে চূড়ান্ত নিয়োগ পান ১৯৬৮ ব্যাচের এ আইপিএস কর্মকর্তা।

পুলিশকতা হিসাবে চাকরিজীবন শুরু করলেও ২০০৫ সালের ইন্টিলিজেন্স ব্যুরোর (আইবি) এর প্রধান হিসাবে অবসরে যান কর্মজীবনে বহু কৃতিত্বের স্বাক্ষর রাখা অজিত।  

ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, অজিত কর্মজীবনে মোট ছয় বছর পাকিস্তানে ভারতীয় দূতাবাসে উর্ধ্বতন কর্মকর্তা হিসাবে কাজ করেন। সেখানে চাকরিকালীন সময়েই অর্থাৎ ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর কাঠমুন্ড থেকে দিল্লিগামী ভারতীয় ফ্লাইট আইসি-১৮৪ ছিনতাই করে জঙ্গিরা।

বিমানটি নিয়ে তখন যাওয়া হয় আফগানিস্তানে। তখন আফগানিস্তানে তালেবান শাসন চলছিলো। ছিনতাই হওয়া সেই বিমানের যাত্রীদের উদ্ধারে দুইপক্ষের মধ্যে আলোচনার ভারতের পক্ষে নেতৃত্ব দেন অজিত।

এছাড়াও তিনি কর্মজীবনে আসাম, মণিপুর ও জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী বিভিন্ন অভিযানে নেতৃত্ব দেন।

চাকরি থেকে অবসর নেওয়ার পর অজিত টানা নয় বছর ভারতের থিংক ট্যাঙ্ক হিসাবে পরিচিত বেসরকারি গবেষণা সংস্থা বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রধান হিসাবে কাজ করেন। সংস্থাটি ভারতের নিরাপত্তা নিয়েই মূলত কাজ করে থাকে এবং এটি বিজেপি ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।

মোদী এর আগে সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে টেলিকম রেগুলেটরি অথরিটি অর ইন্ডিয়ার (ট্রাই) এর প্রাক্তণ প্রধান নৃপেল মিশ্রকে নিয়োগ দেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মে ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।