ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বন্দি বিনিময়ে মার্কিন সৈন্যকে মুক্তি দিল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জুন ১, ২০১৪
বন্দি বিনিময়ে মার্কিন সৈন্যকে মুক্তি দিল তালেবান

ঢাকা: দীর্ঘ পাঁচ বছর আটক রাখার পর বোয়ে বার্গদাল (২৮) নামে এক মার্কিন সৈন্যকে মুক্তি দিয়েছে আফগানিস্তানের তালেবানর‍া। বন্দি বিনিময় চুক্তির আওতায় নিজেদের পাঁচ সহযোদ্ধাকেও ফিরিয়ে নিয়েছে তারা।



যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো রোববার ভোররাতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ মাধ্যম জানায়, পাঁচ সহযোদ্ধাকে ছেড়ে দেওয়া হবে এমন চুক্তির ভিত্তিতে এ মার্কিন সৈন্যকে মুক্তি দেয় তালেবানরা। বার্গদালকে মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলেও জানা যায়।

কিউবার গুয়েতানামো বে কারাগারে আটক থাকা পাঁচ তালেবান নেতাকে চুক্তির মধ্যস্থতাকারী কাতারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে, এ বিষয়ে হোয়াইট হাউজে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবাম‍া বলেন, ‘আমরা আনন্দ ভাগাভাগি করে নিতে চাই, এটা অনেক আনন্দের খবর’।

২০০৯ সালে তালেবানরা বার্গদালকে  আটক করে।

সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোসহ পশ্চিমা বাহিনীর কোনো সদস্যের মধ্যে বার্গদালই প্রথম, যিনি তালেবানদের হাতে আটক হয়ে মুক্তি পেলেন, তা-ও আবার অক্ষত।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।