ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে ধর্ষণ

মুখ্যমন্ত্রী অখিলেশের অফিস ঘেরাও বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুন ২, ২০১৪
মুখ্যমন্ত্রী অখিলেশের অফিস ঘেরাও বিজেপির

ঢাকা: উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মীরা। সম্প্রতি উত্তর প্রদেশে ধর্ষণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় রাজ্য সরকারকে দায়ী করে এ বিক্ষোভ দেখায় তারা।

এ সময় বিজেপির নারীকর্মীরা মুখ্যমন্ত্রীর দপ্তর ঘিরে রাখা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে দপ্তরের ভেতরে প্রবেশের চেষ্টা করলে জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে ‍পুলিশ।

গত দুই সপ্তাহে উত্তর প্রদেশে কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটে। সর্বশেষ বদাউনে দুই বোনকে ধর্ষণ শেষে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়। বিজেপি এ ঘটনার জন্য রাজ্যের ক্ষমতাসীন সমাজবাদী পার্টিকে দায়ী করে মুখ্যমন্ত্রীর দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি দেয়।

এই গণধর্ষণের ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এ ঘটনায় পুলিশের অবহেলার কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আইজির বিরুদ্ধে এফআইঅার দায়েরেরও দাবি জানায় তারা।

এদিকে বদাউনে নিহত দুই বোনের পরিবারের পাশে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ান। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এখনও ঘটনাস্থলে না আসায় তীব্র সমালোচনা করেন রাম বিলাস পাসোয়ান।

এর আগে বহুজন সমাজ পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীও বদাউন সফর করেন। সমাজবাদী পার্টির নেতৃত্বে উত্তর প্রদেশে এখন জঙ্গল রাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীও বদাউন সফর করেন। গণধর্ষণে দুই বোনের মৃত্যুর ঘটনায় সোমবার জাতিসংঘও একটি বিবৃতি দেয়।
গত ২৭ মে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গিয়ে নিখোঁজ হয় ১৫ ও ১৪ বছর বয়সী দুই তুতো বোন। পরের দিন নিকটস্থ একটি আম বাগান থেকে উদ্ধার করা হয় তাদের ঝুলন্ত লাশ। প্রথমে পুলিশ এ ঘটনায় মামলা নিতে অস্বীকার করে। পরে এ ঘটনায় জড়িত ৫ জনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জুন ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।