ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জুন ২, ২০১৪
ফিলিস্তিনে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন

ঢাকা: ফিলিস্তিনে হামাস ও ফাতাহ জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করেছে। এর ফলে নতুন ফিলিস্তিনি পার্লামেন্ট গঠন ও  প্রেসিডেন্ট নির্বাচনের পথ সহজ হলো।



সোমবার রাজনৈতিকভাবে স্বাধীন এমন ১৭ জনকে নিয়ে এই সরকার গঠন করা হয়। খবর আল-জাজিরা।

তবে ইসরাইল ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা গঠিত সরকারের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা করবে না।

পাঁচ সপ্তাহ আগে গত ২৩ এপ্রিল রাজনৈতিক সংস্কারের জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছিল তা অতিবাহিত হওয়ার পর আজ সরকার গঠনের ঘোষণা আসলো

তবে এই সরকার গঠনের আগে কে কি দায়িত্ব নেবে সেটা নিয়ে বেশ বিতর্ক হয়। এছাড়া হামাস নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী সদস্যদের কি হবে সেটা নিয়ে তর্ক হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।