ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বার্গডালকে হস্তান্তর

ভিডিও প্রকাশ করলো তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুন ৪, ২০১৪
ভিডিও প্রকাশ করলো তালেবান ছবি: সংগৃহীত

ঢাকা: বন্দি মার্কিন সেনা বোয়ে বার্গডালকে মার্কিনীদের হাতে তুলে দেয়ার ভিডিও চিত্র প্রকাশ করেছে আফগানিস্তানের তালেবান।

তালেবানদের হাতে ৫ বছর  বন্দি ছিলেন সার্জেন্ট বোয়ে বার্গডাল।

বার্গডালকে ছেড়ে দেয়ার বিনিময়ে গুয়ানতানামো দ্বীপে  বন্দি ৫ শীর্ষ নেতাকে মুক্ত করে তালেবান।

তালেবানদের প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায়, বার্গডেল একটি পিকআপ ট্রাকে বসে আছেন তাকে পাহারা দিচ্ছে সশস্ত্র তালেবান যোদ্ধারা।

তাকে গ্রহণ করতে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে নেমে আসছেন মার্কিনীরা। এ সময় এক তালেবান যোদ্ধার হাতে ছিলো সাদা পতাকা।

অবশ্য এ  বন্দি বিনিময় ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রে। বিরোধী রিপাবলিকানরা বন্দি বিনিময়ের সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে মার্কিনীদের জিম্মি করে দাবি আদায়ের প্রবণতা বেড়ে যাবে পক্ষান্তরে যা ক্ষতিগ্রস্ত করবে বিশ্বব্যাপী মার্কিন স্বার্থ।

তবে নিজের পদক্ষেপের সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন এর মাধ্যমে ‘যুদ্ধক্ষেত্রে কোনো সেনাকে পিছনে ফেলে না আসা’র নীতি অনুসৃত হয়েছে।
   
জানা গেছে, বন্দী হস্তান্তরের এ ঘটনা ঘটে আফগান-পাক সীমান্তের নিকটবর্তী খোস্ত প্রদেশের আলি শের জেলায়। এ এলাকা তালেবানদের ঘাঁটি হিসেবে পরিচিত।



বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৪




 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।