ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে ৩০০ রুশপন্থি হত্যার দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুন ৪, ২০১৪
ইউক্রেনে ৩০০ রুশপন্থি হত্যার দাবি ছবি: সংগৃহীত

ঢাকা: ইউক্রেন সরকার দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি সৈন্যদের তুমুল লড়াই হয়েছে।

এতে ৩০০ বিদ্রোহী নিহত এবং অন্তত ৫০০ বিদ্রোহী আহত হয়েছে।



সরকার দাবি করেছে, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত চলমান এ লড়াইয়ে বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

কিয়েভের ‘অ্যান্টি-টেরোরিস্ট অপারেশন’-এর এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টার লড়াইয়ে কমপক্ষে ৩০০ বিচ্ছিন্নতাবাদী নিহত ও ৫০০ বিচ্ছিন্নতাবাদী আহত হয়েছে।

তিনি জানান, স্লাভিয়ানস্ক নগরীর উপকণ্ঠে এ লড়াই হয়েছে। এ এলাকাটি রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

তবে হতাহতের বিষয়ে রুশপন্থীদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

মুখপাত্র জানান, মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংস লড়াইয়ে সরকারি বাহিনী সামরিক উড়োজাহাজ, হেলিকপ্টার, আর্টিলারি ব্যবহার করে। তারা এখান থেকে বিচ্ছিন্নতাবাদীদের উৎখাতের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এপ্রিল থেকে বিচ্ছিন্নতাবাদীরা এলাকাটি তাদের নিয়ন্ত্রণে রেখেছে।

এদিকে, সরকারি মুখপাত্র ভ্লাদিস্লাভ স্লেলেজনিয়ভ জানান, এ লড়াইয়ে দুইজন সরকারি সৈন্য ও ৪৫ জন আহত হয়েছেন।

অপরদিকে, রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মুখপাত্র স্টেলা খোরোশেভা মঙ্গলবার জানান, লড়াইয়ে মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।