ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে কঠোর হুশিয়ারি জি-সেভেনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জুন ৫, ২০১৪
ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে কঠোর হুশিয়ারি জি-সেভেনের ছবি: সংগৃহীত

ঢাকা: পূর্ব ইউক্রেনে রাশিয়া যদি ক্রমাগত অস্থিতিশীলতা অব্যাহত রাখে তাহলে পশ্চিমা শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেন অনুযায়ি রাশিয়ার ওপর কঠোর সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটির নেতারা।

ব্রাসেলসে এক বৈঠকে শেষে গ্রুপের সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছে।



জি-সেভেন নেতারা বলছেন, রাশিয়ার কার্যক্রম সম্পূর্ণ অগ্রহণযোগ্য। যা বন্ধ করা দরকার। বর্তমানে ইউক্রেনে শান্তি ফিরিয়ে না আনলে রাশিয়ার ওপর কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।

জি-এইট সংগঠন থেকে রাশিয়াকে চলতি বছরের মার্চ মাসে বহিষ্কার করার পর এটাই বৈঠক জি-সেভেনের।

পূর্ব ইউক্রেনে রুসপন্থি বিদ্রোহী ও ইউক্রেনের সরকারের মধ্যে যুদ্ধ চলতে থাকায় পশ্চিমা সংগঠনটির নেতারা রাশিয়ার ব্যাপারে হুশিয়ারি উচ্চারন করে নতুন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

এ নিয়ে জার্মান চ্যান্সেলর বলেছেন, ইউক্রেন পরিস্থিতি শান্ত করতে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তাদেরকে (রাশিয়া) জি-সেভেনের নেওয়া পরবর্তী পদক্ষেপ মোকাবেলা করতে হবে।

বুধবার ২৪ ঘণ্টায় পূর্ব ইউক্রেনে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় অন্তত ৩শ’ নিরিহ মানুষকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

এদিকে রুসপন্থী বিদ্রোহীরা হতাহতের এ খবর নাকচ করে আসছেন বরাবরই। তারা সরকারি বাহিনীর বিরুদ্ধে জোরালো প্রতিরোধ লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।

এদিকে ইউরোপিয় কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল বারোসে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন রাশিয়া ও জি-সেভেনের মধ্যে আলোচনার দরজা খোলা রাখা অত্যন্ত জরুরি।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, জুন ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।