ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কঙ্গোয় ‘তুচ্ছ ঘটনা’য় সংঘর্ষে নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ৭, ২০১৪
কঙ্গোয় ‘তুচ্ছ ঘটনা’য় সংঘর্ষে নিহত ৩৭

ঢাকা: গবাদি পশু নিয়ে বিবাদের জের ধরে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় তুলকালাম ঘটে গেছে। শনিবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ কিবুতে গরু নিয়ে সৃষ্ট সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছে।

এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে। আবার অনেকে গর্ভবতীও ছিলেন বলে জানা গেছে।

আঞ্চলিক গভর্নরের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, সংঘর্ষ চলাকালে দু’পক্ষের গুলি, ছুরিকাঘাত এবং বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা হতাহতের সংখ্যা বাড়িয়ে দেয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি ঘটনাস্থলে ৩৭টি লাশ পড়ে থাকতে দেখেছেন বলে জানান।

অবশ্য অনেকে দেশটির বিচ্ছিন্নতাবাদী সংগঠন বুরুনদী‘স ন্যাশনাল লিবারেশন ফোর্সেস (এফএনএল) এ সংঘর্ষে উস্কানি ও সহিংসতা ঘটানোর জন্য দায়ী করছেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।