ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দুর্বৃত্তদের গুলিতে বিজেপি নেতা বিজয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জুন ৮, ২০১৪
দুর্বৃত্তদের গুলিতে বিজেপি নেতা বিজয় নিহত

ঢাকা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উত্তর প্রদেশের নেতা বিজয় পণ্ডিত দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার রাজ্যের গৌতম বুদ্ধ নগর জেলার বৃহত্তর নইদার ব্রহ্মপুরি থেকে দাদরি এলাকার বাড়ি ফেরার পথে তাকে গুলি করে হত্যা করে মোটর সাইকেল আরোহী বন্দুকধারীরা।



জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট বিজয় দাদরি নগর পঞ্চায়েত চেয়ারম্যান গীতা পণ্ডিতের স্বামী।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ব্রহ্মপুরির নিজের ভাইয়ের দোকান থেকে ফেরার পথে দু’টি মোটরসাইকেলে আসা চার বন্দুকধারী বিজয়ের গতিরোধ করে তার কপাল, মুখ ও বুকে কয়েক রাউন্ড গুলি করে। এরপর কেউ যাতে তাকে বাঁচাতে এগিয়ে না আসে সেজন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোঁড়ে বন্দুকধারীরা। এরপর তারা পালিয়ে যায়। বেশ কয়েকটি গুলিবিদ্ধ বিজয় ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার জের ধরে স্থানীয় থানার নিকটবর্তী সড়কে প্রায় দেড় ডজন গাড়িতে অগ্নিসংযোগ করেছে এলাকাবাসী। একইসঙ্গে ব্যাপক বিক্ষোভও করে তারা।

এ ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় স্থানীয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জুন ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।