ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জুন ৯, ২০১৪
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গুলিতে নিহত ৫

ঢাকা: যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টির লাস ভেগাস শহরে অতর্কিত গুলিবিনিময়ের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বাকি তিনজনের একজন বেসামরিক লোক ও দুইজন বন্দুকধারী।



লাস ভেগাস রিভিউ নামের একটি সাময়িকী জানায়, স্থানীয় সময় রোববার দুপুরে দুই বন্দুকধারী ঘটনাস্থলে চিৎকার করতে করতে বলে ‘অভ্যুত্থান শুরু হয়েছে’, এরপরই তারা নির্বিচারে গুলি ছুঁড়তে শুরু করে।

পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে সাময়িকীটি জানায়, ঘটনাস্থলের পার্শ্ববর্তী সিসি’স পিৎজায় দুপুরের খাবার গ্রহণকালে বন্দুকধারীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। একজন ঘটনাস্থলেই মারা যান, হাসপাতালে নেওয়া হলে মারা যান অপরজন।

এরপর হামলাকারীরা নিকটস্থ ওয়ালমার্টের একটি দোকানে হামলা চালিয়ে গোপন অস্ত্রধারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

অবশ্য পরে তারা নিজেরাই আত্মঘাতী গুলি করে। তার আগে, হামলাকারীদের বড় ধরনের আক্রমণের পরিকল্পনা ছিল বলে জানায় স্থানীয় প্রশাসন।

স্থানীয় নিরাপত্তা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ ঘটনার তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জুন ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।