ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মন্দায় অতিরিক্ত দশ হাজার আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুন ১২, ২০১৪
মন্দায় অতিরিক্ত দশ হাজার আত্মহত্যা

২০০৯ সালে ইউরোপ ও উত্তর আমেরিকায় যে অর্থনৈতিক মন্দা দেখা দেয় তাতে অতিরিক্ত ১০ হাজারেরও বেশি মানুষ আত্মহত্যা করেছেন। যুক্তরাজ্যের একদল গবেষক এ তথ্য প্রকাশ করেছে।



ব্রিটিশ জার্নাল সাইক্রিয়াট্রি এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষণায় দেখা যায়, মন্দার সময় আত্মহত্যা উল্লেখযোগ্যহারে বেড়ে যায়।  

ইউনিভার্সিটি অব অক্সফোর্ড ও লন্ডন স্কুল অব হাইজিন্স এন্ড ট্রপিক্যাল মেডিসিন ২৪টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার ওপর গবেষণাটি পরিচালনা করেন।

দেখা যায়, ইউরোপে ২০০৭ সাল পর্যন্ত আত্মহত্যা ক্রমাগত কমছিল। কিন্তু ২০০৯ সালের পর ২০১১ সাল পর্যন্ত সাড়ে ৬ ভাগ আত্মহত্যা বেড়ে যায়। কানাডার আত্মহত্যার হার বাড়েনি বরং কমেছে। এছাড়া সুইডেন, ফিনল্যান্ড ও অস্ট্রেলিয়ার আত্মহত্যার হার বাড়েনি।

গবেষকরা জানান, এদের মধ্যে কিছু কিছু আত্মহত্যা প্রতিরোধ করা যেত।

প্রতিবেদনে বলা হয়, চাকরি হারানো, ঋণে দায়ে বাড়ি খোয়ানো ও ঋণে জর্জরিত হওয়া আত্মহত্যার প্রধান কারণ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।