ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আরো একটি শহরের নিয়ন্ত্রণ হারাল ইরাক সরকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুন ১০, ২০১৪
আরো একটি শহরের নিয়ন্ত্রণ হারাল ইরাক সরকার

ইরাকের আরো একটি প্রদেশ দখলে নিয়েছে বিদ্রোহীরা। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, সশস্ত্র বন্দুকধারীরা ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ শহর দখল করে শত শত বন্দিকে কারাগার মুক্ত করে নিয়ে গেছে।

নিনেভেহ দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর।


চলতি বছর দ্বিতীয় শহর হিসেবে নিনেভেহ বিদ্রোহীদের দখলে গেল। এর আগে ফালুজার নিয়ন্ত্রণ হারায় ইরাক সরকার।


সোমবার রাতে কয়েকশ’ বন্দুকধারী গ্রেনেড, স্নাইপার রাইফেল ও মেশিন গান নিয়ে প্রদেশের রাজধানী মসুল শহরে হামলা চালায়। সারারাত বিদ্রোহীদের সঙ্গে সেনা ও পুলিশ সদস্যদের সংঘর্ষ হয়। বিদ্রোহীরা বেশ কয়েকটি পুলিশ স্টেশনে হামলা চালায়।


ইরাকের পার্লামেন্টারি স্পিকার বলেন, রাজ্যের নিরাপত্তারক্ষীরা পিছু হটে পালিয়েছে। বাগদাদ থেকে সাহায্য চাওয়া হয়েছে।  


রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা সংস্থা এএফপিকে জানায়,  মসুল শহর রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইসলামী জঙ্গীরা এখন শহরের নিয়ন্ত্রণে।


এর আগেও নাইনভেহসহ বেশ আরো চারটি রাজ্যে বড় ধরনের অভিযান চালায় জঙ্গিরা। এতে কয়েক ডজন লোক নিহত হন।


পুরো শহর দখল নেওয়ার আগে বিদ্রোহীরা প্রথমেই রাজ্যের গভর্নরের সদরদপ্তর, কারাগার ও টেলিভিশন স্টেশন দখলে নেয়। বার্তা সংস্থা এপি জানায়, বিদ্রোহী যোদ্ধারা ১৪০০ মতো কয়েদিকে মুক্ত করে নিয়ে গেছে।


বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুন ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।