ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গঙ্গায় থুথু ফেললে তিন বছরের কারাদণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুন ১১, ২০১৪
গঙ্গায় থুথু ফেললে তিন বছরের কারাদণ্ড!

ঢাকা: গঙ্গা নদীতে বর্জ্য ফেলা তো দূরের কথা, থুথু ফেললেই তিন বছর কারাবাস করতে হবে! গঙ্গা নদী দূষণমুক্ত করতে মঙ্গলবার একটি আইন জারি করেছে ভারত সরকার।

গঙ্গাসহ দেশটির নদীগুলো দূষণমুক্ত রাখার পরিকল্পনা হিসেবে আইন জারি করে বলা হয়, গঙ্গায় বর্জ্য এমনকি থুথু ফেললেও তিন বছর শ্রী ঘরে কাটাতে হবে, অন্যথায় ১০ হাজার রুপি জরিমানা গুণতে হবে।



প্রথমে গঙ্গা দিয়ে শুরু করলেও পরবর্তীতে অন্য নদীগুলোও দূষণমুক্ত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ‍ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

গত সপ্তাহে ভারতের নয়া সরকারের পানিসম্পদ উন্নয়নমন্ত্রী উমা ভারতী সাংবাদিকদের বলেন, প্রয়োজন হলে গঙ্গা নদী পরিষ্কার রাখতে আমরা নতুন নতুন পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নামবো।

তিনি বলেন, গঙ্গা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এমনটি ভাবার কোনো কারণ নেই যে অন্য নদী নিয়ে আমাদের পরিকল্পনা নেই।

গঙ্গাকে মডেল ধরেই নদী দূষণমুক্ত করার এ অভিযান শুরু বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুন ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।