ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার তিকরিত দখল জঙ্গিদের, তুর্কি কনসাল জেনারেল জিম্মি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুন ১১, ২০১৪
এবার তিকরিত দখল জঙ্গিদের, তুর্কি কনসাল জেনারেল জিম্মি

ঢাকা: দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখলের পর এবার তিকরিত শহর দখল করলো ইরাকের জঙ্গিরা। একইসঙ্গে মসুল শহরে অবস্থিত তুরস্কের কনস্যুলেটে হামলা চালিয়ে কনসাল জেনারেলসহ ৪৮ জনকে জিম্মি করেছে তারা।



বুধবার বিকেলে কয়েক হাজার জঙ্গি একযোগে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীকে হটিয়ে রাজধানী বাগদাদের ১৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলের শহরটি দখলে নেয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, মাত্র দু’দিনের মাথায় দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর পতন ঘটলো।

সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, সালেহউদ্দিন প্রদেশের এ শহরটির সরকারি ভবন, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা দখলের সঙ্গে সঙ্গে স্থানীয় কারাগারগুলো থেকে কয়েক হাজার কয়েদিকে মুক্ত করে নিয়েছে জঙ্গিরা।

একজন পুলিশ কর্মকর্তা জানান,  পুরো তিকরিত এখন জঙ্গিদের দখলে। নিরাপত্তা বাহিনী শহরটি ছেড়ে পালাচ্ছে।

অপরদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তরাঞ্চলীয় মসুল শহর দখলের পর তুরস্কের কনস্যুলেটে হামলা চালিয়ে কনসাল জেনারেলসহ ৪৮ জনকে আটক করেছে জঙ্গিরা। এদের কনসাল জেনারেল ছাড়াও তিনজন শিশু ও তুর্কির বিশেষ বাহিনীর বেশ ক’জন সদস্য রয়েছেন।

এছাড়া, তাৎক্ষণিকভাবে তিকরিত শহরের সর্বশেষ অবস্থা জানা যায়নি।

এর আহেম মঙ্গলবার মসুলের নিয়ন্ত্রণ নেয় প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সরকার বিরোধী সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য ল্যাভেন্টের (আইএসআইএল) যোদ্ধারা।

এদিন ভোরে সরকারি সেনা ও পুলিশ বাহিনীকে তাড়িয়ে দিয়ে শহরটির নিয়ন্ত্রণ নেয় দেড় হাজার জঙ্গি। বিমানবন্দর ও প্রশাসনিক ভবনসহ শহরটির সব গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করে রেখেছে তারা।

এ সময় টেলিভিশন স্টেশন, সরকারি ভবন, ব্যাংক সহ অন্যান্য স্থাপনায় হামলা চালানোর পাশাপাশি শহরের কারাগার ভেঙে প্রায় তিন হাজার কয়েদিকে মুক্ত করে তারা।

প্রায় ২০ লাখ জনসংখ্যা অধ্যুষিত মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর এবং ইরাকের তেল রপ্তানির প্রধান রুট।

সম্ভাব্য লড়াইয়ের আশঙ্কায় মসুলের অধিবাসীরা এখন নিকটবর্তী ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের দিকে পালিয়ে যাচ্ছেন। সেখানে ইতোমধ্যেই তিনটি আশ্রয়শিবির খুলেছে স্থানীয় প্রশাসন। ইরাকি কুর্দিস্তানের প্রধানমন্ত্রী নেচিরভান বারজানি শরণার্থীদের সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে আইএসআইএল জঙ্গিরা মসুল সহ পুরো নিনেভেহ প্রদেশ এবং পাশ্ববর্তী কিরকুক ও সালেহউদ্দিন প্রদেশের বিস্তৃত অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। কিরকুক শহরে সরকারি বাহিনী এবং জঙ্গিদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এ পরিস্থিতিতে ইরাকে জরুরি অবস্থা ঘোষণার জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। পাশাপাশি এ সঙ্কট মোকাবেলায় তার সরকারকে সহায়তা করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

দেশটির সাবেক দখলদার যুক্তরাষ্ট্রও জঙ্গিদের হাতে মসুল পতনের নিন্দা জানিয়ে এ ঘটনাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছে।

**জঙ্গিদের নিয়ন্ত্রণে মসুল, শহর ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুন ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।